ভারত-আফ্রিকা সিরিজে থাকছে না জৈব সুরক্ষা বলয়

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জৈব সুরক্ষা বলয় থাকছে না। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ’র বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

সমগ্র বিশ্বে করোনা আঘাত হানার পর ভারতে এবারই প্রথমবার একটি আন্তজাতিক সিরিজ হতে যাচ্ছে, যেখানে থাকছে না জৈব সুরক্ষা বলয়। মূলত ক্রিকেটারদের মানসিক ক্লান্তির কথা বিবেচনা করেই আসন্ন এই সিরিজে জৈব সুরক্ষা বলয় রাখা হচ্ছে না। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভিন্ন রকমের জৈব সুরক্ষা বলয় রাখছে সংশ্লিষ্টরা। যেখানে তিন দিনের কোয়ারেন্টিন শেষ করে বলয়ে প্রবেশ করে ক্রিকেটাররা। শুধুমাত্র দিল্লি ক্যাপিটালস ছাড়া অন্য কোনো দলের ক্রিকেটার বা স্টাফদের করোনায় আক্রান্ত হতে দেখা যায়নি এবার।

আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ মে। কোভিড-১৯ দিক বিবেচনায় সফলভাবেই শেষ হতে চলেছে এবারের আইপিএল। সবকিছু মিলিয়ে ঘরের মাঠে অনুষ্ঠেয় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে তাই জৈব সুরক্ষা বলয় না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে সব ক্রিকেটারকে নিয়মিতই করোনা পরীক্ষা করানো হবে।

ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহদের। এই সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সংক্ষিপ্ত এই ফরম্যাটের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উমরান মালিক ও আর্শদীপ সিং। দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ইশান কিশান, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেস আইয়ার, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেস খান, আর্শদীপ সিং ও উমরান মালিক।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.