নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

২২ আরোহী নিয়ে নেপালের একটি বিমান নিখোঁজ। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন। নিখোঁজ বিমানটি তারা এয়ারের ৯ এনএইটি টুইন-ইঞ্জিনের ছিল বলে জানা গেছে।

রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। উড়োজাহাজটিতে চার ভারতীয়সহ জাপানের তিন নাগরিক ছিলেন। বাকিরা নেপালের নাগরিক বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।

জানা গেছে, পোখরা থেকে জমসমগামী বিমানটিতে মোট ২২ জন ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে। কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের।

নেপালের কর্তৃপক্ষ নেত্র প্রসাদ শর্মা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, বিমানটি মুস্তাং জেলার জোমসমের আকাশে দেখা গিয়েছিল। পরবর্তীতে ধৌলাগিরি পর্বতের দিকে অবস্থানের পর আর যোগাযোগ করা যায়নি। উদ্ধারকাজে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। মুসতাং ও পোখরাতে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.