কোহলিকে বিশ্রামে যেতে বলছেন ব্রেট লি

সেঞ্চুরির প্রত্যাশায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু করা বিরাট কোহলি যেন ফর্মই হারিয়ে ফেলেছেন। এবারের আইপিএল চেনা রূপে দেখা যায়নি রয়্যাল চ্যালেজার্স বেঙ্গালুরুর এই ব্যাটারকে। ইতোপূর্বে কোহলিকে বিশ্রামে যেতে বলেছিলেন রবি শাস্ত্রী। এবার শাস্ত্রীর মতো ব্রেট লি’ও বললেন, বিশ্রামে গিয়ে পুনরায় ক্রিকেটে ফেরত আসা উচিত কোহলির।

এবারের আসরে প্লে-অফে উঠলেও ফাইনালে যেতে পারেনি কোহলির বেঙ্গালুরু। আসরে খেলা ১৬ ম্যাচে ২৩ এর কম গড়ে ৩৪১ রান করেন কোহলি। যা তার নামের পাশে বড্ড বেমানান। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালের পর সেঞ্চুরিও পাননি কোহলি। সবমিলিয়ে ক্রিকেট থেকে বিরতি নিলে পুনরায় সতেজভাবে ফিরে আসতে পারবেন কোহলি, প্রত্যাশা লি’র।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার লি’র মতে, ‘এটাকে কি চিন্তার বিষয় (কোহলির অফফর্ম) বলব? অবশ্যই বলব। আমি চাই কোহলি আরও অনেক রান করুক। কষ্টকর ব্যাপার হচ্ছে, কোহলি যখন রান করে না তখন তার দলও ভালো করে না। আমরা দেখেছি, কোহলি যখন এক মৌসুমে ৮০০-৯০০ রান (২০১৬ আইপিএল) করে তখন বেঙ্গালুরু অনেক ভালো খেলে। কোহলির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। কোহলির উচিত ফিরে যাওয়া, আর কিছু জিনিস নিয়ে কাজ করতে থাকা। হয়তো তার ক্রিকেট থেকে বিশ্রাম নেয়া উচিত। বিরতি নিয়ে সতেজ মানসিকতায় ফিরে আসা উচিত তার।’

সেঞ্চুরির চাপে পড়ে আগেই বেঙ্গালুরু এবং ভারতের টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন কোহলি। ভারতের ওয়ানডে ফরম্যাট থেকে নেতৃত্ব কেড়ে নেয়া হয় তার। কিন্তু এবারের আইপিএলে ফর্মই হারিয়েছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.