ঢাকা টেস্টে বাংলাদেশের দ্বিতীয় দিনের (মঙ্গলবার) সকালটা যেন একেবারে প্রথম দিনের কার্বন কপি। দিনের অষ্টম ওভারে ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৬ রান যোগ করে ১৪১ রানে ফিরেছেন আগের দিন ধংসস্তুপ থেকে বাংলাদেশকে টেনে তোলার অন্যতম নায়ক লিটন দাস। আর প্রায় তিন বছর পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক ৩ বল খেলেই শূন্য রানে ধরেছেন সাজঘরের পথ।
আগের দিনের মতো এদিনও সকালে লঙ্কান দুই পেসার রাজিথা ও আসিথা ফার্নান্দোর বোলিং তোপে পড়ে বাংলাদেশ। তাদের নিখুঁত লাইন-লেংথ আর মিরপুরের পিচের অসম বাউন্সে শুরু থেকেই বল ব্যাটে ছোঁয়াতে বেগ পেতে হচ্ছিল অপরাজিত দুই সেঞ্চুরিয়ান মুশফিক ও লিটনকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৪ ওভারে ৭ উইকেটে ২৯৮। ১২৬ রানে অপরাজিত মুশফিকের সঙ্গে এখন ক্রিজে রয়েছেন তাইজুল ইসলাম (২*)।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.