যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে পতনের ঝড়

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ফের বড় দর পতন হয়েছে। বুধবার দেশটির বাজারে পতনের ঝড় বয়ে গেছে।  প্রায় সব মূল্যসূচকে রেকর্ড পতন হয়েছে গত দুই বছরে একদিনে কোনো সূচকই এতটা কমেনি দেশটির বাজারে।

বুধবার (১৮ মে) নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের ডাওজোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ১১৬৪ পয়েন্ট কমেছে। অন্যদিকে এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে প্রায় ৪ শতাংশ। সূচক দুটি ২০২০ সালের জুন মাসের পর একদিনে এতটা কমেনি কখনো।

এদিন নাসডাক স্টক এক্সচেঞ্জের প্রযুক্তি কোম্পানির সূচক নাসডাক ১০০ কমেছে ৫ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে এমএসসিআই গ্লোবাল ইনডেক্স কমেছে ২ দশমিক ৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী সুদের হার বৃদ্ধি, মূল্যস্ফীতিতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর মুনাফা কমে যাওয়ার ঝুঁকি, বিশ্ব জুড়ে মন্দার আশংকা, শ্রীলংকার পর রাশিয়ার বন্ডের অর্থ ফেরতে খেলাপী হয়ে পড়ার আশংকা-সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই দর পতন হয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.