গতরাতে (১৭ মে) চট্টগ্রামে বৃষ্টি হওয়ায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউট ফিল্ড প্রস্তুত করতে বেগ পেতে হয় মাঠ কর্মীদের। যার কারণে নির্ধারিত সময়ের চাইতে ৩০ মিনিট পর শুরু হয় খেলা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ।
তিন উইকেটে ৩১৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস- দুজনই স্বাচ্ছন্দ্যেই ব্যাট চালাচ্ছেন। প্রথম সেশনের শুরুতে মুশফিক-লিটনকে ফেরানোর তেমন কোনো সুযোগই করতে পারেনি লঙ্কান বোলাররা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৩৫১/৩ (১১৮ ওভার) (মুশফিক ৬৫*, লিটন ৭৪*)।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.