বাংলাদেশ-শ্রীলঙ্কা খেলা দেরিতে শুরু হবে

গতরাতে চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। এর ফলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউট ফিল্ড প্রস্তুত করতে বেগ পেতে হচ্ছে মাঠ কর্মীদের। একই কারণে নির্ধারিত সময়ের মধ্যে মাঠে গড়ায়নি চতুর্থ দিনের খেলা। সর্বশেষ পাওয়া তথ্য মতে, স্থানীয় সময় ১০ টা ৩০ মিনিটে শুরু হবে চতুর্থ দিনের খেলা।

এর আগে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩১৮ রান। এখনও শ্রীলঙ্কার চেয়ে ৭৯ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। উইকেটে আছেন লিটন দাশ এবং মুশফিকুর রহিম। দুজনই গতকাল হাফসেঞ্চুরি তুলে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৩৯৭/১০ (১৫৩ ওভার) (ম্যাথুস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম ৬/১০৫, সাকিব ৩/৬০)।
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৩১৮/৩ (১০৭ ওভার) (তামিম ১৩৩*, জয় ৫৮, মুশফিক ৫৪*, লিটন ৫৩*, রাজিথা ২/১৭, আসিথা ১/৫৫)।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.