লিটার প্রতি ১৯৮ টাকায় বিক্রি হবে সয়াবিন তেল

সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বেড়েছে

সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বেড়েছে যা আগামী শনিবার (৭ মে) থেকে ৯৮ টাকায় বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (০৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  নির্ধারিত নতুন দাম শনিবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে বিক্রি হবে ১৯৮ টাকা। আর ৫ লিটারের বোতলের দাম হবে ৯৮৫ টাকা, যেটি বর্তমানে ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা এবং খোলা পাম তেল প্রতি লিটার ১৭২ টাকায় বিক্রি হবে। বর্তমানে বাজারে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা ও পাম তেল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপনকান্তি ঘোষ বলেন, যুদ্ধের কারণে ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে অত্যাধিক মাত্রায় বেড়েছে। দাম সমন্বয় না করলে ব্যবসায়ীরা আমদানি করতে পারবেন না। তাই ভোজ্যতেলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

অর্থসূচক

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.