রশিদ ‘উইকেট শিকারি’ বোলার নন: লারা

এবারের আসর শুরুর আগে রশিদ খানকে রিটেইন না করে বড় শিরোনামের জন্ম দিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদ। এবার দলটির ব্যাটিং কোচ ব্রায়ান লারা জানালেন, রশিদ খানকে ছাড়াই ভারসাম্যপূর্ণ বোলিং লাইনআপ আছে হায়দরাবাদের!

ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা এবং সুনীল নারিনের পর আইপিএলে চতুর্থ বিদেশি বোলার হিসেবে শতাধিক উইকেট আছে রশিদের। অমিত মিশ্র এবং আশিস নেহরার সঙ্গে যৌথভাবে দ্রুততম (৮৩ ম্যাচে) একশ উইকেট নেয়ার রেকর্ডও আছে রশিদের। সবমিলিয়ে হায়দরাবাদের ঘরের ছেলে হিসেবেই ছিলেন রশিদ। যদিও শেষবারের মেগা নিলামের আগে হায়দরাবাদ থেকে বাদ পড়ে গুজরাট টাইটান্সে নাম লেখান সময়ের অন্যতম সেরা এই লেগস্পিনার।

লারা বলেন, ‘রশিদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। তবে আমি মনে করি, আমরা সঠিক কম্বিনেশনেই আছি। রশিদ এমন একজন বোলার যাকে প্রতিপক্ষের ব্যাটাররা রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলবে, তবে সে উইকেট শিকারি বোলার নয়। রশিদের ইকোনমি রেট (৫.৫- ৬.০০) দারুণ। তবে তার জায়গায় ওয়াশিংটন সুন্দর প্রথম ছয় ওভারে দারুণ বোলিং করছে। এখন ‘সুচিত এসেছে, সেও ভালো করছে। আমাদের শ্রেয়াশ গোপালের মতো স্পিনার আছে, যার আইপিএল হ্যাটট্রিকও আছে। কিন্তু সে ম্যাচই খেলতে পারছে না এখানে। আমাদের রিজার্ভে আরও স্পিনার আছে, তাই আমি চিন্তিত নই।’

আইপিএলে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে হায়দরাবাদ। আসরে নিজেদের খেলা সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে তারা। প্রথম দুই ম্যাচ হারের পর শেষ পাঁচটি ম্যাচেই একটানা জিতেছে তারা। ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, ‘রশিদের প্রতি সম্মান রেখেই বলছি, সে যদি এই দলে থাকতো তাহলে আমরা হয়তো ৭ ম্যাচের ৭ টি’তেই জিততে পারতাম। আমি আসলে জানি না।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.