টানা ৮ ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ মুম্বাইয়ের

আইপিএলের এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরি হাকালেন লোকেশ রাহুল। তার অপরাজিত ১০৩ রানের সুবাদে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে হারালো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। টানা আট ম্যাচ হেরে প্লে অফের স্বপ্নও ভঙ্গ হলো মুম্বাইয়ের।

১৬৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায় মুম্বাই। রোহিত শর্মা এদিন শুরু থেকেই সাবলীলভাবে ব্যাটিং করেছেন। তবে আরেক ওপেনার ইশান কিষান এদিনও ধুকেছেন। তরুণ এই ওপেনার ব্যাটে-বলে ঠিকমতো টাইমিং করতে পারছিলেন না। শেষ পর্যন্ত আউট হয়েছেন ২০ বলে ৮ রান করে।

ডেওয়াল্ড ব্রেভিসও সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩ রান। এরপর রোহিতও আর বেশিক্ষণ টিকতে পারেননি। মুম্বাইয়ের অধিনায়ক যতক্ষণ উইকেটে ছিলেন দারুণ খেলেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৯ রান। শেষ দিকে তিলক ভর্মা ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে মুম্বাই। আর তাতে ৩৬ রানে হেরে প্লে অফের আশা হারায় মুম্বাই।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি লক্ষ্মৌয়ের। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ডি কককে সাজঘরে ফিরিয়ে লক্ষ্ণৌ শিবিরে প্রথম আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। পাওয়ার প্লেতে মুম্বাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক উইকেট হারিয়ে ৩২ রান তুলে রাহুলের দল।

যদিও সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরিয়ে আসেন রাহুল। এই ওপেনারের দুর্দান্ত ব্যটিংয়েই বড় সংগ্রহের পথে এগোয় দল। এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও আরেক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন রাহুল। এদিন ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন লক্ষ্ণৌয়ের অধিনায়ক। শেষ পর্যন্ত ১২ চার আর ৪ ছক্কায় ৬২ বলে অপরাজিত ১০৩ রান করেছেন রাহুল। আসরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। অধিনায়কের এমন দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে লক্ষ্ণৌ। মুম্বাইয়ের হয়ে ৮ রানে ২ উইকেট শিকার করেছেন কাইরন পোলার্ড।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.