দরকার হলে মুস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে: পাপন

জৈব সুরক্ষা বলয়ের কারণে আপাতত টেস্ট খেলছেন না মুস্তাফিজুর রহমান। তবে রয়েছে টেস্টে খেলার প্রতি খুব একটা আগ্রহ নেই বাঁহাতি এই পেসারের। যে কারণে লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি মুস্তাফিজকে। তবে দলের প্রয়োজনে শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দলে ফেরানো হতে পারে তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই। আপনি স্বাভাবিকভাবে যদি দেখেন তাসকিন, শরিফুল, এবাদত এই তিনজন তো টেস্টর জন্য মোটামুটি আছে। এখন ধরুণ এরা যদি থাকে সেখানে যদি আমি মুস্তাফিজকেও রাখি তখন কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট খেলাবে কিনা জানি না। কিন্ত যখন দরকার হবে অবশ্যই ও খেলবে। ও খেলবে না কেন? যদি দরকার হয় অবশ্যই খেলবে। এটা তো কোনো ইস্যু না।’

২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মুস্তাফিজ। এরপর বাংলাদেশের হয়ে ১০ টেস্টে দেখা যায়নি বাঁহাতি এই পেসারকে। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজ যে টেস্ট খেলতে চান না সেটা নিশ্চিত করেছেন পাপন। যদিও মুস্তাফিজের সেই কথাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন না বোর্ড সভাপতি।

তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দেরকে ফরম্যাট পাঠিয়ে দিয়েছিলাম কে কোন ফরম্যাট খেলতে চায় তোমরা বলো। যারা যারা বলেছে তারা টেস্ট খেলতে চায়, তিনটাই খেলতে চায়, কিংবা দুইটা খেলতে চায় সে অনুযায়ী তাদেরকে রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। সে কিন্তু বলেনি ও টেস্ট খেলতে চায়। এটা একটা ব্যাপার। কিন্তু ও বললো কি বললো না সেটা বড় কথা না। আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। এখন যদি আমার শ্রীলঙ্কা সিরিজে মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.