কমালা হ্যারিস ও জুকারবার্গের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আমেরিকার বেশ কয়েকজন কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিরা আর কখনও রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এসব মার্কিন নাগরিকের নামের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিক্‌স এবং পেন্টাগন মুখপাত্র জন কিরবিসহ আরো ২৫ জন মার্কিন নাগরিকের নাম রয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য রুশ ফেডারেশনে প্রবেশ করতে পারবেন না। খবর- পার্সটুডের

এসব মার্কিন নাগরিক ছাড়াও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার ৬১ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। কানাডায় ‘রাশিয়া-ভীতি’ সৃষ্টি ও তা প্রচারের অভিযোগে তাদের ওপরও রুশ ফেডারেশনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কানাডার যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গণমাধ্যম বিষয়ক পরিচালক ক্যামেন আহমাদ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় একইসঙ্গে ইউক্রেনের পক্ষ হয়ে যুদ্ধ করা কানাডিয়ান সেনাদের সতর্ক করে দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.