ইংল্যান্ডের লাল বলের কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল রিকি পন্টিংকে। তবে ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এমন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক এমনটাই জানিয়েছেন রব কি।
সম্প্রতি ইসিবির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন রব। ক্রিস সিলভারউডের উত্তরসূরি খুঁজে নিতে ইতোমধ্যেই কাজে নেমে গেছেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেছেন ইসিবির সদ্য দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পন্টিংয়ের মতোই ইসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। এই দজনই এখন ব্যাস্ত সময় পার করছেন ইন্ডিয়ান প্রিমিয়া লিগে। তবে শীঘ্রই লাল বলের কোচ নিয়োগ দিতে যাচ্ছে ইসিবি। তাদের পছন্দের তালিকায় এই মুহূর্তে এগিয়ে আছেন ওটিস গিবসন।
এর আগেও ইংল্যান্ডকে কোচিং করিয়েছেন গিবসন। ২০০৭ থেকে ২০১০ সাল এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেন গিবসন। আর সাম্প্রতিক সময়ে তিন বছরের চুক্তিতে ইয়র্কশায়ারের কোচিং সামলাচ্ছেন এই ক্যারিবিয়ান কোচ।
এর আগে বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ হিসেবে দুই বছর কর্মরত ছিলেন তিনি। এছাড়াও ৫৩ বছর বয়সী গিবসন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজেও কোচের ভূমিকায় কাজ করেছেন। তার অভিজ্ঞতা কাজে লাগাতে তাই মুখিয়ে আছে ইসিবি।
এদিকে সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন জো রুট। তাই কোচ নিয়োগের পাশাপাশি নতুন অধিনায়কের দায়িত্ব কাকে দেয়া হবে এ নিয়েও চিন্তা-ভাবনা চলছে ইসিবির কর্মকর্তাদের মাঝে।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.