শ্রীলঙ্কাকে আরও ৫০০ মিলিয়ন ডলার দেবে ভারত

অর্থনৈতিকভাবে ভেঙে পড়া শ্রীলঙ্কাকে জ্বালানি তেল ক্রয়ের জন্য আরও ৫০০ মিলিয়ন ডলারের আর্থিক সহযোগিতা দেবে ভারত। এ ছাড়া শ্রীলঙ্কার এ কঠিন পরিস্থিতিতে দেশটিকে দেওয়া সাড়ে ৪শ মিলিয়ন ডলার আপাতত নেবে না বাংলাদেশ।

গতকাল (২০ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী লক্সমান পেইরিস বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ সহয়তা আমাদের কাছে আসতে ছয় মাস লাগবে এবং তা বিভিন্ন কিস্তিতে এসে পৌঁছাবে। এ সময়ের মধ্যে দেশের লোকজনকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ সরবরাহ করতে আমাদের আরও ফান্ডের প্রয়োজন।

জানা গেছে, এর আগেও ভারত শ্রীলঙ্কাকে জ্বালানি ক্রয়ের জন্য ৫শ মিলিয়ন ডলারের অর্থ সহায়তা দিয়েছে। প্রাপ্ত অর্থ দিয়ে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত দেশটি এ মাসেই ৪০ হাজার টন পেট্রল ও ১২০ হাজার টন ডিজেল আমদানি করেছে। এ যাবত ভারত দেশটিকে ৪ লাখ টন জ্বালানি তেল সরবরাহ করেছে।

এর আগে জ্বালানি তেল ফুরিয়ে আসায় দেশটিতে বিক্ষোভ শুরু হলে হাজার হাজার মোটরচালক সড়কে টায়ার পুড়িয়ে দেয় এবং শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানীর প্রধান সড়কপথ অবরুদ্ধ করে রাখে। পুলিশ বিক্ষুব্ধদের টার্গেট করে গুলি ছুড়লে ১ জন নিহত হয় এবং আহত হয় আরও ১০ জন।

এদিকে দেশটিতে অকটেন লিটার প্রতি ৮৪ রুপি বাড়িয়ে ৩৩৮ রুপি করায় মোটরচালকরা প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে বলে জানিয়েছে ভারতের বৃহত্তম বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

ভারত এরিই মধ্যে ২ বিলিয়ন ডলারের ক্রেডিট ইস্যু করেছে যাতে শ্রীলঙ্কা খাদ্যসামগ্রী,ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভাকে অনুরোধ করেছেন যেন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে দ্রুত আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.