ফের সড়কে শিক্ষার্থী-ব্যবসায়ীরা, ককটেল বিস্ফোরণ

রাজধানীর নিউমার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ফলে ওই এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) বিকেলে নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউমার্কেটের সামনেসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীরাও অবস্থান নেন।

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, তারা দোকান-পাট খোলার প্রস্তুতি নিতেই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি- গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।

উল্লেখ্য, সোমবার রাতে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আহত একজন পথচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। এ দিন ওই রুটে সবধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। দুই দিন সংঘর্ষের কারণে নিউমার্কেট এলাকার সব দোকানপাট বন্ধ ছিল।

অর্থসূচক/ এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.