আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পাঁচটি কর্পোরেট শাখার উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিং একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভা, ইফতার মাহফিল ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় । এতে প্রধান আলোচক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। এছাড়া ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, ইঞ্জিঃ খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল ও গ্রাহক সমাবেশে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, আবদুল্লাহ আল মামুন, ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ, বিপুল সংখ্যক গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মতিঝিল শাখার ব্যবস্থাপক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস. এম. কাউসার, মতিঝিল কর্পোরেট শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.গোলাম সরোয়ার, ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, দিলকুশা শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.জাকির হোসেন ভূঁইয়া, হেড অফিস কর্পোরেট শাখার ব্যবস্থাপক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.শরীফ চৌধুরী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.