ইউক্রেন ইস্যুতে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেবে কি দেবে-না এ নিয়ে দেশটির সংসদে তুমুল বিতর্ক চলছে। ফিনল্যান্ড পার্লামেন্টে ২শ জন সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই ন্যাটোতে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাই আজ (২০ এপ্রিল) দেশটির পার্লামেন্টে এ নিয়ে আলোচনা চলছে।
ফিনিশ মিডিয়া অনুযায়ী- দেশটির পার্লামেন্টের ১০০’র কাছাকাছি সদস্য ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে বলে জানা গেছে। এর মধ্যে ১২ জন পার্লামেন্ট সদস্য ন্যাটোতে যোগ দেওয়ার বিপক্ষে। এ ছাড়া বাকি সদস্যরা আজ তাদের সিদ্ধান্ত জানাবেন।
রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের হুঁশিয়ারিকে উপেক্ষা করে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার অপেক্ষায় আছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন গত সপ্তাহে বলেছিলেন যে, আমি মনে করি ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত মাস খানেক নয় বরং সপ্তাহখানেকের মধ্যেই জানানো হবে। বর্তমানে ফিনল্যান্ড ও সুইডন রাশিয়ার সাথে তাদের আকাশসীমা বন্ধ করে দিলেও ন্যাটোর সদস্যপদ লাভের খবর ক্রেমলিনকে ক্ষুব্ধ করে তুলছে। রাশিয়া বারবার ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগ না দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে।
সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার উচ্চ সম্ভবনার খবর রেডিওর মাধ্যমে প্রচারিত হওয়ায় দেশটির ১ কোটি ৪ লাখ নাগরিক খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুৎ আগে ভাগেই জমিয়ে রাখতে শুরু করেছে। এদিকে দেশটির সরকারও ন্যূনতম পাঁচ মাসের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য ও জ্বালানি মজুদ করে রেখেছে।
গত ৮ এপ্রিল ফিনল্যান্ডের প্রতিরক্ষা ও আন্তর্জাতিক মন্ত্রণালয় সাইবার আক্রমনের শিকার হয়েছে। এ থেকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ফিনিশ পার্লামেন্টকে ভিডিও বার্তায় জানিয়েছেন, দেশটি আরও বেশি সাইবার হামলার শিকার হতে পারে।
ফিনল্যান্ডের অধিবাসীদের ধারণা, রাশিয়া তাদের উন্নয়ন অবকাঠামোতে হামলা চালাতে পারে, যার মধ্যে আছে ইন্টারনেট সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি। রাশিয়া এর মধ্যেই উভয় দেশের আকাশসীমা লঙ্ঘন শুরু করেছে।
এদিকে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার প্রকাশ্য ঘোষণায় মস্কো নতুন করে তার স্থল ও আকাশ বাহিনীকে সাজাবে বলে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। সূত্র: আল-জাজিরা ও এএফপি
অর্থসূচক/এইচডি/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.