নিউমার্কেটের সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত: দাবি মালিক সমিতির

মঙ্গলবার নিউমার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালে অ্যাম্বুলেন্সে হামলার যে ঘটনা ঘটেছিল তাতে নিউমার্কেটের কেউ জড়িত ছিল না। সেখানে তৃতীয় পক্ষ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতা হেলাল উদ্দিন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখলেই বিষয়টা স্পষ্ট হবে

হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীরা সম্মানজনক অবস্থানে থাকে। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে হামলা ব্যবসায়ীরা করেনি। এখানে তৃতীয় পক্ষ ছিল। তাদের কাজ এগুলো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

তিনি বলেন, এটা তৃতীয় পক্ষের কাজ। তারাই হামলা করেছে। অ্যাম্বুলেন্সে হামলা করেছে, গণমাধ্যমের ওপর হামলা করেছে। এসব ঘটনায় ব্যবসায়ী বা ঢাকা কলেজের ছাত্ররা ছিল না, তৃতীয় পক্ষের কাজ ছিল এসব ঘটনা।

এ সময় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন বলেন, ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেনি। যারা এসেছিল তারা ঢাকা কলেজের কি না এটাও জানি না। আমরা বা আমাদের প্রতিনিধি যেতে পারিনি। তবে ক্ষতিগ্রস্তদের সামাজিক দায়িত্ব আমাদের। আমরা শান্তি চাই, সবস্থান চাই, দোকান খুলতে চাই।

এ সময় কী ধরনের দায়িত্ব পালন করবেন তা জানতে চাইলে কিছু না বলে এড়িয়ে যান ডা. শাহীন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.