পাক মন্ত্রিসভার ২৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্ষুব্ধ শরিকরা

পাকিস্তানে ৩৩ জন মন্ত্রী শপথ নিলেন। তবে প্রেসিডেন্ট আরিফ আলভি নন, তাদের শপথবাক্য পাঠ করালেন সেনেটের চেয়ারম্যান সাদিক সিদ্দিকি। ৩৩ জন শপথ নিলেও ২৮ জনেরই দপ্তর বন্টন করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর পাঁচ মন্ত্রীর দপ্তর বন্টন এখনো হয়নি। তিনজন পরামর্শদাতাও নিয়োগ করেছেন শাহবাজ।

সংবাদপত্র দ্য ডন জানাচ্ছে, যেভাবে মন্ত্রিসভা গঠন করেছেন শাহবাজ, তাতে শরিক দলগুলি অসন্তুষ্ট। বিশেষ করে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ক্ষুব্ধ।

প্রধানমন্ত্রীর অফিস অবশ্য জানিয়েছে, পিএমএল প্রধান নওয়াজ শরিফ এবং অন্য শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলেই মন্ত্রিসভার গঠন ও মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়েছে। শাহবাজ শরীফ টুইট করে বলেছেন, তিনি আশা করেন, মন্ত্রী ও পরামর্শদাতারা মানুষের সমস্যা দূর করতে পারবেন। আর তাদের লক্ষ্য হলো শুধু কাজ করে যাওয়া।

কিন্তু পিএমএল-এন সূত্র ডনকে জানিয়েছে, নওয়াজের ঘনিষ্টরা বাদ পড়েছেন। শুধুমাত্র তার একজন অনুগামীকে নেওয়া হয়েছে। নওয়াজকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে।

পিপিপি সূত্র ডনকে জানিয়েছে, তারাও মন্ত্রিসভা গঠন নিয়ে খুশি নয়। বালোচিস্তান ন্যাশনাল পার্টি, বালোচিস্তান আওয়ামি পার্টি এবং আওয়ামি ন্যাশনাল পার্টি থেকে কাউকে মন্ত্রিসভায় নেয়া হয়নি। অথচ, পিপিপি তাদের এই নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। বিলাওয়াল ভুট্টো মঙ্গলবার রাতে যুক্তরাজ্য গেছেন। সেখানে তিনি নওয়াজ শরিফের সঙ্গে দেখা করবেন।

বিরোধী পিটিআই-এর অভিযোগ, শাহবাজ শরীফ দুর্নীতিগ্রস্তদের মন্ত্রী করেছেন। মন্ত্রিসভার ২৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। সূত্র: ডিডাব্লিউ, দ্য ডন, এপি, রয়টার্স

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.