পরিবর্তন আসছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচিতে। তবে টেস্ট সিরিজে নয়, বদলেছে একমাত্র প্রস্তুতি ম্যাচের ভেন্যু। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের পরিবর্তে বিকেএসপিতে রাখা হচ্ছে।
আগের সূচি অনুসারে ৮ মে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেই হিসেবে ঢাকায় পা রেখেই বন্দরনগরীতে চাওয়ার কথা ছিল সফরকারীদের। কিন্তু এখন পুরোনো সূচি অনুযায়ী সেদিনই চট্টগ্রাম যাচ্ছে না।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার এখানে এসে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও এখন সেটা হচ্ছে না। তা হবে এখন বিকেএসপিতে।’
নতুন সূচীতে ৯ মে মিরপুরে অনুশীলনের পর ১০ ও ১১ মে বিকেএসপিতে খেলবে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১২ মে চট্টগ্রাম পৌছে দুইদিন অনুশীলন করে ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে।
আগের সূচিতে প্রস্তুতি ম্যাচটি ১১ ও ১২ মে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথম টেস্ট শুরুর পর সূচিতে আর কোনো পরিবর্তন নেই। ২০ মে ঢাকায় ফিরে দুইদিন অনুশীলন শেষে ২৩ মে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.