এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র ছাড়া কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যে রফতানি প্রণোদনা পাওয়া যাবে না। যারা এই প্রত্যয়নপত্র জমা দেবে না তাদের প্রণোদনা না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষিপণ্য (শাকসবজি ও ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রোপ্রসেসিং) কৃষিপণ্য রফতানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রফতানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন যাচাই করা (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকের বিষয়টি নিশ্চিত হবে।
প্রজ্ঞাপন জারির তারিখ থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানি খাতে রফতানি প্রণোদনা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অর্থসূচক/এমএস/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.