ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং প্রাণ-আরএফএল গ্রুপ-এর পরিচালক উজমা চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সাপ্লাই চেইন ফিন্যান্সিং বিষয়ক চুক্তি স্বাক্ষর করেন।
রোববার (১৭ এপ্রিল) ব্যাংকের কর্পোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইউসিবি প্রাণ-আরএফএল গ্রুপের সকল সাপ্লায়ার ও ডিস্ট্রিবিউটরদের ঋণ সুবিধা প্রদাণ করবে।
এ সময় ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিকান্দার-ই-আজম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার কর্পোরেট ফিন্যন্স ফারজানা রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের এ্যসিস্টেন্ট ম্যানেজার, কর্পোরেট ফিন্যন্স মো রিপন মিয়া, প্রাণ-আরএফএল গ্রুপের সাব- এ্যসিস্টেন্ট ম্যানেজার, কর্পোরেট ফিন্যন্স মো জাকির হুসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.