বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নেওয়াজকে সহকারি কোচের দায়িত্ব দিলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দুই বছরের চুক্তিতে তাকে ক্রিস সিলভারউডের সঙ্গী বানাচ্ছে এসএলসি। একই সঙ্গে চামিন্দা ভাসকে শ্রীলঙ্কার পেস বোলিং কোচের দায়িত্ব দিয়েছে তারা।
নিজেদের অফিসিয়াল সাইটে এক বিবৃতির মাধ্যমে নাভিদের নিয়োগের ব্যাপারে জানিয়েছে এসএলসি। পহেলা এপ্রিল থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন দারুণ কৌশলী এই কোচ। কিছুদিন আগেও সাবেক লঙ্কান ক্রিকেটার নাভিদ কাজ করে গেছেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে। তার অধীনে সর্বশেষ যুব বিশ্বকাপে বাংলাদেশ খুব একটা আলো ছড়াতে পারেনি।
যদিও ২০২০ সালের যুব বিশ্বকাপে তার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাকেই সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হয়। কেননা এটাই প্রথম কোনো বৈশ্বিক শিরোপা।
গত বছরের শেষ দিকে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন মিকি আর্থার। কিছুদিন আগে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ক্রিস সিলভারউড। তিনিও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নিজেদের কাজ শুরু করবেন সিলভারউড-নাভিদরা। আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে লঙ্কানদের।
অর্থসূচক/এএইচআর
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.