১০ দিনে জেএমআই হসপিটালের দর বেড়েছে ১৩৩%

সার্বিক বাজারে দরপতন থাকলেও তার কোনো প্রভাব পড়েনি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারে। পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানিটির লেনদেনের শুরু থেকেই ধারাবাহিকভাবে দর বাড়ছে। গত ১০ কর্মদিবসে শেয়ারটির দর ২৯ টাকা ৪০ পয়সা বা ১৩৩.৬৩ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩১ মার্চ জেএমআই হসপিটাল পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ওইদিন শেয়ারটি ২২ টাকা দরে লেনদেন শুরু করে। লেনদেনের প্রথম দিন শেয়ারটির দর ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছিল।

এরপর গত ১০ কর্মদিবসে প্রতিদিনই শেয়ারটির দর বাড়তে থাকে। আর লেনদেনের এক পরযায়ে বিক্রেতা শূন্য হয়ে যায়। সর্বশেষ শেয়ারটি গত ১৩ এপ্রিল ৫১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। ওইদিন শেয়ারটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।

বিবিধ খাতের কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ১২৫ কোটি ২৯ লাখ টাকা এবং অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। এছাড়া কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১২ কোটি ৫২ লাখ ৯৪ হাজার ১২০টি।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.