জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলের হামলায় অন্তত দেড় শতাধিক ফিলিস্তিনী আহত হয়েছেন৷ রাবার বুলেট এবং ইসরায়েল পুলিশের লাঠিপেটায় তারা আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট৷
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি পুলিশ অভিযান চালিয়ে ৩ জন প্যারামেডিক, ৩ জন সাংবাদিকসহ ৪০০ ফিলিস্তিনিকে আটক করেছে।
ফিলিস্তিনি সূত্র জানায়, ইসরায়েলি পুলিশ মসজিদের সব দরজা বন্ধ করে দেয়। সেখানে রেড ক্রিসেন্টের সদস্যদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং আহতদের মসজিদ প্রাঙ্গণ থেকে হাসপাতালে নিতে আসা অ্যাম্বুলেন্সকেও আটকে দেওয়া হয়। ইসরায়েলি বাহিনী আল-আকসার প্রহরী, প্রেস, মেডিকেল স্টাফ এবং রেড ক্রিসেন্টের চিকিৎসকের দিকে রাবার বুলেট এবং ইচ্ছাকৃতভাবে তাদের লাঠি দিয়ে আঘাত করে বলেও অভিযোগ করা হয়।
আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি আরব নিউজকে বলেন, ইসরায়েলি পুলিশ মসজিদে হামলা এবং শুক্রবার ভোরের দিকে সহিংস দমনের ফলে সেখানে আসা মানুষের সংখ্যা কমে গেছে। এখানে প্রায় ৬০ হাজার মানুষ ছিলেন এবং আমরা আশা করেছিলাম এই সংখ্যা ১ লাভ ৭০ হাজার ছাড়িয়ে যাবে। ইসরাইল ধারাবাহিকভাবে আল-আকসা মসজিদের আইন লঙ্ঘন করছে এবং মুসলমানদের উসকানি দিচ্ছে। ইসরায়েলিরা এই সংঘাতকে একটি ধর্মীয় সংঘাতে পরিণত করতে চায় এবং মসজিদের ওপর একটি নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে চায়।
এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ জানায়, শুক্রবার ফযরের নামাযের পর ফিলিস্তিনীরা ইসরায়েলি পুলিশ এবং ওয়েস্টার্ন ওয়ালের বিভিন্ন এলাকা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে৷ এমন পরিস্থিতিতে পুলিশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে তাদেরকে ছত্রভঙ্গ করে পেছন দিকে ধাওয়া করে এবং সেখানে থাকা অন্যান্য মুসল্লিদের নিরাপদে বেরিয়ে যেতে সাহায্য করে৷ এ সময় পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে৷
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক টুইটে জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় কয়েকশ ফিলিস্তিনীকে আটক করেছে পুলিশ৷ আমরা টেম্পল মাউন্টসহ পুরো ইসরায়েলে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি৷ সেইসাথে যেকোনো পরিস্থিত মোকাবিলার জন্যও আমরা প্রস্তুতি নিচ্ছি৷
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আল-আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে জরুরি ভিত্তিতে আস্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন৷’ অন্যদিকে হামাস বলেছে, এই পরিণতির দায় ইসরায়েলের৷ সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.