হারের পর শাস্তি পেলেন খালেদ

পোর্ট এলিজাবেথ টেস্ট শেষ হওয়ার পরই দুঃসংবাদ শুনতে হলো খালেদ আহমেদকে। আইসিসির নিয়ম ভাঙায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে বাংলাদেশি এই পেসারের। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পাচ্ছেন খালেদ।

আইসিসির ২.৯ ধারা অনুযায়ী কোনও খেলোয়াড় বা আম্পায়ার বা ম্যাচ রেফারির দিকে আগ্রাসী ভঙ্গিমায় বল ছুঁড়ে মারা দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধের কারণেই এই শাস্তি পেতে হচ্ছে খালেদকে। ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে। টেস্টের দ্বিতীয় দিন প্রোটিয়া উইকেটরক্ষক কাইল ভেরাইনি যখন ব্যাটিং করছিলেন তখন তার দিকে আগ্রাসী ভঙ্গিমায় জোরে বল ছুঁড়ে মারেন খালেদ।

খালেদের এমন আচরণ পছন্দ হয়নি কর্তব্যরত দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও এবং এল্লাহুডিয়েন পালেকারের। থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক এবং ফোর্থ অফিসিয়াল বঙ্গানি জেলে আম্পায়ারদের করা অভিযোগটি সনাক্ত করেন।

ম্যাচ শেষে খালেদ শাস্তি মেনে নিয়েছেন। তাই আর কোনও শুনানির প্রয়োজন পরেনি। গত ২৪ মাসে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টটি ৩৩২ রানে হারে বাংলাদেশ। এই হারে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশও হয় টাইগাররা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.