নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল গুজরাট টাইটান্স। এবার তাদের জয়রথ থামালো সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরিতে ভর করে গুজরাটকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে হায়দরাবাদ।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পায় হায়দরাবাদ। দুই ওপেনারের ব্যাটই এদিন হেসেছে। ৪২ রান করা অভিষেক শর্মাকে ফিরিয়ে ৬৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রশিদ খান। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামা রাহুল ত্রিপাঠি ১৭ রান করে সাজঘরে ফিরেছেন রিটায়ার্ড আউট হয়ে। আইপিএল ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটলো এমন আউটের ঘটনা। মজার ব্যাপার হচ্ছে এই দুটি ঘটনা ঘটেছে মাত্র এক দিনের ব্যবধানে।
রাহুল দ্রুত ফিরে গেলেও দলকে পথ হারাতে দেননি উইলিয়ামসন। হায়দরাবাদের অধিনায়ক এদিন ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে দলীয় সর্বোচ্চ ৫৭ রান। আর শেষদিকে নিকোলাস পুরানের ৩৪ রানের ঝড়ো ইনিংসে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। আর এই জয়ের পরও চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে উইলিয়ামসনের দল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শুভমান গিলের উইকেট হারায় গুজরাট। আরেক ওপেনার ম্যাথুওয়েডও ১৯ রানের বেশি করতে পারেননি। আর ডেভিড মিলার ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।
এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন গুজরাট দলপতি হার্দিক পান্ডিয়া। গুজরাটের অধিনায়কের অপরাজিত হাফ সেঞ্চুরিতে লড়াই করার মতো পুজি পায় দল। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে তারা। হায়দরাবাদের হয়ে ৩৪ রানে ২ উইকেট করে শিকার করেছেন থাঙ্গারাসু নাটারাজন ও ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট পেয়েছেন মার্কো জানসেন ও উমরান মালিক।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.