‘ডিভিএসের কারণে পুঁজিবাজারে ভাল আইপিওর সংখ্যা বাড়বে’

দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের জন্য চালু করা নথি যাচাইকরণ পদ্ধতি (Document Verification System-DVS)।এতে আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও নিরীক্ষকদের জবাবদিহীতা বাড়বে। কমে আসবে হিসাব কারসাজির সুযোগ। এতে একদিকে সরকারের রাজস্ব আয় বাড়বে। অন্যদিকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর আস্থা বেড়ে যাওয়ায় তা বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করবে।

সোমবার (১১ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর কার্যনির্বাহী কমিটির সাথে মতবিনিময়কালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)এর নেতৃবৃন্দ এ কথা বলেছেন।

তারা বলেছেন,দেশের পুঁজিবাজারের উন্নয়নেও বড় ধরনের ভূমিকা রাখবে ডিভিএস।এই সিস্টেমের কারণে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে আর একাধিক আর্থিক প্রতিবেদন তৈরি করার সুযোগ থাকবে না।পুঁজিবাজার, ব্যাংক ও রাজস্ব বোর্ডের কাছে অভিন্ন প্রতিবেদন জমা দিতে হবে। ভিন্ন ভিন্ন কর্তৃপক্ষের কাছে ভিন্ন ভিন্ন আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ না থাকায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর পক্ষে মুনাফা আড়াল করা বেশ কঠিন হয়ে পড়বে। এতে বিনিয়োগকারীদের ভাল লভ্যাংশ পাওয়ার সুযোগ তৈরি হবে।

তারা আরও বলেন,কর ফাঁকির সুযোগ কমে গেলে পুঁজিবাজারের বাইরে থাকা কোম্পানিগুলোর মধ্যে পুঁজিবাজারে আসার আগ্রহ বাড়বে।কারণ তালিকাভুক্ত হলে কর-ছাড় পাওয়া যায়।এ কারণে আগামী কয়েক বছরে বাজারে উল্লেখযোগ্য সংখ্যক আইপিও আসবে বলে আশা করা যায়।বড় বড় কোম্পানিগুলো বাজারমুখী হলে পুঁজিবাজারের আকার কয়েকগুণ বেড়ে যাবে।

রাজধানীর কারওয়ানবাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইসিএবি’র সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন এফসিএ। এতে সিএমজেএফের সভাপতি জিয়াউর রহমান, সদ্য সাবেক সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক আবু আলী, আইসিএবির সহ-সভাপতি ফৌজিয়া হক এফসিএ,কাউন্সিল সদস্যমোঃ মাহমুদ হোসেন এফসিএ, মোঃ মনিরুজ্জামান এফসিএ, মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস, প্রধান পরিচালন কর্মকর্তা মাহবু্ব আহমেদ সিদ্দিকী এফসিএ আলোচনায় অংশ নেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.