পুঁজিবাজারে আসছে শত কোটি টাকার গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। মেয়াদী (Close-end) এই ফান্ডটির নাম ‘আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’। এর উদ্যোক্তা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল)। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।
আজ সোমবার (১১ এপ্রিল) ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান দুটি বিজিআইসির সাথে ট্রাস্ট চুক্তি করেছে। রাজধানীর রাজউক এভিনিউর বিডিবিএল ভবনে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়। সিএমএসএফের চিফ অব অপারেশন মোঃ মনোয়ার হোসেন, আইসিবি এএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম আহমেদুর রহমান এবং বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট চুক্তিতে সই করেন।
আলোচিত ফান্ডটির আকার হবে ১০০ কোটি টাকা। এর ইউনিট সংখ্যা হবে ১০ কোটি। আর ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডটির মেয়াদ হবে ১০ বছর। তবে বিএসইসির বিধিমালা পরিপালন সাপেক্ষে এটিকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের সুযোগ থাকবে।
ফান্ডটি জাতিরজনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে।
আলোচিত ফান্ডটি পরিচালনা করবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল)। এর কাস্টোডিয়ানের দায়িত্বে আছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
শিল্প ও বাণিজ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারিদের স্বার্থ রক্ষা ও তাদের সর্বোচ্চ রিটার্ন দিতে এবং দেশের অর্থনীতি যাতে দ্রুতগতিতে এগিয়ে যায় সে লক্ষ্যে এ মিউচুয়াল ফান্ডটি গঠন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আলোচিত ফান্ডের মুনাফার ন্যুনতম ৫০ শতাংশ এর ইউনিটহোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হবে।
সিএমএসএফ মিউচুয়াল ফান্ডের চিফ অব অপারেশেনের (সিওও) মো. মনোয়ার হোসেন বলেন, এই ফান্ড পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ফান্ডের সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একযোগে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেছেন।
সিএমএসএফ মিউচুয়াল ফান্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান গোল্ডেন জুবিলি ফান্ডটির সম্ভাবনা ও এর বিনিয়োগ বান্ধব ধরনের উপর দৃঢ় বিশ্বাস ও আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, পুঁজিবাজারের গুণগত মানোন্নয়নে এটি কমিশনের প্রশংসনীয় উদ্যোগ। এই তহবিল ক্ষুদ্র বিনিয়োগকারিদের স্বার্থ রক্ষা করবে এবং মিউচুয়াল ফান্ডের রোল মডেল হিসেবে কাজ করবে।
বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মুজিববর্ষ উপলক্ষে গঠিত এই ফান্ডটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, বিএসইসি এবং সিএমএসএফ এই তহবিলটি গঠনের মাধ্যমে দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর সু-সমন্বয় ঘটিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য অবারিত সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অর্থসূচক/এইচডি/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.