৮০ রানেই অলআউট বাংলাদেশ, ৩৩২ রানের হার

পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশকে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলে বাজে শুরু করেছিল টাইগাররা। মাত্র ৯.১ ওভারে ৩ উইকেট হারানো বাংলাদেশের হার ছিল তখন কেবলই সময়ের ব্যাপার।

দক্ষিণ আফ্রিকার দুই স্পিনারের ঘূর্ণিতে কুপোকাত মুমিনুল হকের দল। ৪১৩ রান তাড়া করতে নামা বাংলাদেশ অল আউট মাত্র ৮০ রানে। তাতে টাইগাররা হেরেছে ৩৩২ রানে।

তামিম ইকবালকে ফিরিয়ে তৃতীয় দিনের শেষটা করেছিলেন সাইমন হার্মার। আর চতুর্থ দিন সকালের শুরুটা কেশভ মহারাজের, সাজঘরে ফিরিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। বাঁহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে দাঁড়িয়ে থাকা ডিন এলগারের হাতে ক্যাচ দিয়েছেন ১ রান করা মুশফিক।

দক্ষিণ আফ্রিকায় আরও এক ব্যর্থ হলেন মুমিনুল। মহারাজের বলে সুইপ করতে গিয়ে রায়ান রিকেলটনকে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে মোটে ৫ রান। দক্ষিণ আফ্রিকার সফরে ৪ ইনিংসের একটিতেও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি তিনি।

মুশফিক ও মুমিনুলের পর দ্রুতই ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। হার্মারের বলে লিজাড উইলিয়ামসকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। লিটন দাস ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি। মহারাজের বলে স্টাম্পড হয়ে প্যাভিলিয়নের পথে হেঁটেছেন ২৭ রানে।

শেষ দিকে মেহেদি হাসান মিরাজের ২০ ছাড়া আর কেউই রানের খাতা খুলতে পারেননি। তাতে সকালের এক ঘণ্টাতেই শেষ বাংলাদেশের ইনিংস। ডারবান টেস্টের চতুর্থ ইনিংসে ৫৩ রানে অল আউট হওয়ায় বাংলাদেশ এবার অল আউট ৮০ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে মহারাজ সাতটি এবং হার্মার নিয়েছেন তিনটি উইকেট।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.