অভিভাবক ইমরানকে হারিয়ে শঙ্কায় রমিজ

পাকিস্তানের রাজনীতিতে এসেছে বড় রকমের পরিবর্তন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচুত্য হয়েছেন। এর ফলে শঙ্কা জেগেছে রমিজ রাজার পদ নিয়েও। পাকিস্তানি গণমাধ্যমের খবর, শীঘ্রই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ হারাতে যাচ্ছেন রমিজ।

পাকিস্তানে রাজনীতি আর ক্রিকেটের সম্পর্ক বেশ গভীর। বিশেষ করে ইমরানের সঙ্গে পিসিবির সম্পর্ক ছিল একটু আলাদাই। কারণে তিনি দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল একজন সাবেক ক্রিকেটার। এমনিতেও পদাধিকার বলে পিসিবির চিফ প্যাট্রন হয়ে থাকেন দেশটির প্রধানমন্ত্রী। তাই সরকার পরিবর্তনের ফলে ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তনের আভাস মিলছে।

রমিজও ইতোমধ্যেই এ ব্যাপারে অবগত আছেন। পাকিস্তানের জনপ্রিয় পত্রিকা ডেইলি এক্সপ্রেস এর খবরে বলা হয়েছে, রমিজকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে বলে কিছু আঁচ করতে পারলে তিনি নিজে থেকে দায়িত্ব ছাড়বেন। ধারাভাষ্যের বেশ কিছু প্রস্তাব তার কাছে আছে। অবস্থা প্রতিকূলে দেখলে পদত্যাগ করে সসম্মানে নিজের পুরনো পেশায় ফিরবেন।

এদিকে ইমরানের পছন্দেই পিসিবির দায়িত্ব পেয়েছিলেন রমিজ। দায়িত্ব পাওয়ার পর অবশ্য বেশ কিছু ইতিবাচক কাজ করেছেন তিনি। যার জন্য ক্রিকেট মহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে রমিজ। তিন বছর দায়িত্বে থাকার। সেটা এখনও এক বছরও পূরণ হয়নি। রমিজ পিসিবির ৩৬তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে এই দায়িত্বে আসা চতুর্থ ব্যাক্তি তিনি। তার আগে আব্দুল হাফিজ কারদার, জাভেদ বার্কি এবং ইজাজ বাট এই দায়িত্বে ছিলেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.