করোনায় আক্রান্ত রাসেল ডমিঙ্গো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। যদিও প্রথম টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা। দ্বিতীয় টেস্টেও প্রোটিয়াদের বিপক্ষে নুন্যতম লড়াই করতে ব্যর্থ হয়েছে টাইগাররা।

এমন অবস্থায় প্রধান কোচের অনুপস্থিতি বাংলাদেশ দলকে ভোগাচ্ছে সেটা বলাই যায়। জানা গেছে গত কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ডমিঙ্গো।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথে যাওয়ার পর সন্ধ্যা থেকে জ্বর জ্বর লাগছিল টাইগারদের প্রধান কোচের। এরপর তার পিসিআর টেস্ট করা হয়।

পরীক্ষায় পজিটিভ আসায় বাংলাদেশ দলের অনুশীলনেও যোগ দেননি তিনি। নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত তাকে আইসোলেশনেই থাকতে হচ্ছে। ফলে ধরেই নেয়া যাচ্ছে চলতি টেস্টে আর ডমিঙ্গো পাচ্ছে না বাংলাদেশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.