পোর্ট এলিজাবেথে ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এমন জায়গা থেকে দলকে টেনে নিচ্ছেন মুশফিকুর রহিম-ইয়াসির আলী জুটি। তাদের দুজনের ব্যাটে ভর করে শুরুর এক ঘন্টা দারুণভাবে কাটিয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিনে খেলা শুরুর কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টায়। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৩০ মিনিট পর খেলা শুরু হয়। এদিন শুরু থেকেই বোলারদের সাবলীলভাবে খেলেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার।
ইয়াসির এদিন ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। তিনি অপরাজিত আছেন ৪১ রানে। অপর প্রান্তে মুশফিক অপরাজিত ৩৮ রানে। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৫ রান। প্রথম ইনিংসে প্রোটিয়াদের চেয়ে এখনও ২৭০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.