ট্রেড লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব এমসিসিআইয়ের

ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য বাণিজ্য ও পরিবেশ সম্পর্কিত লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এমসিসিআই। এসবের মেয়াদ তিন থেকে পাঁচ বছর করা উচিত বলে তারা মনে করে।

বুধবার এমসিসিআইয়ের গুলশান কার্যালয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) ওপর এক সেমিনারে এসব কথা বলেন এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের লাইসেন্সের মেয়াদ মাত্র এক বছর। এতে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হয়’। এমসিসিআই সভাপতি পরিদর্শনের সামগ্রিক গুণমান এবং গতি নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পরিষেবা আউটসোর্সিংয়েরও প্রস্তাব দিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এমসিসিআই আয়োজিত সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম ওএসএসের কার্যক্রমের সঙ্গে ব্যবসায়ী সম্প্রদায়কে পরিচিত করতে বিডার পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন। তিনি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার জন্য ডিজিটাল প্রযুক্তি এবং এর তাৎপর্যে জোর দেন।

সিরাজুল ইসলাম বলেন, ওয়ান স্টপ সার্ভিস থেকে যেসব সেবা দেওয়া হয় তার বেশিরভাগই বিডা দিয়ে থাকে। বেসরকারি খাতের উচিত হবে, বিডার প্রদত্ত সেবা সম্পর্কে খোঁজ খবর নেওয়া এবং ওএসএস থেকে যেসব সেবা দেওয়া হচ্ছে, তার পূর্ণাঙ্গ ব্যবহার করা।
বিডার পরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় অনুষ্ঠানে উপস্তাপনা দেন। তিনি দেখান, ব্যবসা প্রতিষ্ঠানগুলো কীভাবে ওএসএস প্ল্যাটফর্মের সুবিধা নিতে পারে। ওএসএসের মাধ্যমে দূর থেকেও সেবা নেওয়া যায়। এ্ই মুহূর্তে ওএসএস ১৯ টি প্রতিষ্ঠানের ৫৮ টি সেবা দিয়ে থাকে।

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এ ধরনের মত বিনিময় সভা নিয়মিত আয়োজন করা হলে বেসরকারি খাত বিডার সেবা সম্পর্কে আরও সম্যকভাবে জানতে পারবে।

 

প্রসঙ্গত, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ২০১৮ সালে ওএসএস চালু করেছিল যাতে বিনিয়োগের সুবিধার জন্য প্রয়োজনীয় পরিষেবা চালু করে। ওএসএস একটি একক উইন্ডোর মাধ্যমে বেশ কয়েকটি নিয়ন্ত্রক, সম্মতি এবং মূল্য সংযোজন পরিষেবাগুলিতে ফোকাস করে। এটি শেষ পর্যন্ত বিনিয়োগ সম্পর্কিত পরিষেবাগুলির জন্য সরকার এবং বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.