আইসিসির মার্চের সেরাদের তালিকায় যারা

গত মার্চ মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে থাকা তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মনোনয়নপ্রাপ্ত তিন ক্রিকেটার হলেন বাবর আজম, ক্রেইগ ব্র্যাথওয়েট এবং প্যাট কামিন্স।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে তার অসাধারণ ব্যাটিংয়ের জন্য। মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা পাঁচটি টেস্ট ইনিংসে ৭৮ গড়ে ৩৯০ রান করেছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

করাচি টেস্টের শেষ ইনিংসে ব্যাট হাতে ১৯৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন বাবর, যা মনে ধরেছে সংশ্লিষ্টদের। এরপর একই মাসে অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৭ এবং দ্বিতীয় ওয়ানডেতে ১১৮ রান করেছিলেন বাবর।

একই মাসে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটও। তার অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের কারণে সেই সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন ক্যরিবিয়ান অধিনায়ক। সেই সিরিজে খেলা ছয় ইনিংসে ৮৫.২৫ গড়ে ৩৪১ রান করেন ব্র্যাথওয়েট। সিরিজের দ্বিতীয় টেস্টে ১৬০ রানের অসাধারণ ইনিংসটি ছাড়াও দুটি হাফ সেঞ্চুরি হাঁকান তিনি।

তিন জনের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ১২ উইকেট নিয়ে আইসিসির নজর কেড়ে নেন তিনি। ১২ উইকেটের মধ্যে সিরিজের শেষ টেস্টেই অবশ্য ৮ উইকেট পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে তার বোলিং নৈপুণ্যে জিতে সিরিজ নিশ্চিত করে অজিরা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.