‘বুচায় নিহতের সংখ্যা তিন শতাধিক’

ইউক্রেনের বুচায় নিহতের মরদেহ তিন শতাধিক বলে দাবি করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বুচার চেয়ে বোরোদাঙ্কা ও অন্যান্য শত্রুকবল থেকে মুক্ত শহরগুলোতে মৃতের সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করেছেন তিনি।

সোমবার এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য দেন।

রাশিয়ান সামরিক বাহিনী যেসব অঞ্চলে ইউক্রেনীয়দের হত্যা করছেন তা আজ থেকে ৮০ বছর আগে হিটলারের বাহিনীর আক্রমনেও দেখা যায় নি।

তিনি ভিডিও বার্তায় সাংবাদিকদের কাজের প্রশংসা করে বলেন, আমরা ইউক্রেনের বুচা ও পুনরায় দখলে আনা অন্যান্য শহরগুলিতে বিশ্বের নানান প্রান্ত থেকে আগত সাংবাদিকদের সর্বোচ্চ মাত্রায় প্রবেশাধিকারে সুযোগ করে দিচ্ছি। আমরা সাংবাদিকদের দেখাতে চাই, “দেখুন রাশিয়া কি করেছে!”।

তিনি আরো জানান, রাশিয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নগরগুলিতে তাদের আক্রমণের চিহ্ন পর্যন্ত রাখবে না। তারা প্রকৃত তথ্য উদঘাটন করতে দিবে না। তবে তারা কোনভাবেই সফল হবে না। গোটবিশ্বকে বোকা বানাতে পারবে না।

তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার বাহিনীকে বিতাড়িত করতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ইউক্রেনে পাঠানো হউক এবং দেশকে শত্রুমুক্ত করতে তিনি সকল ইউক্রেনিয়ান নাগরিকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহবান জানান।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.