এনসিসি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্স প্রাপকের হাতে তুলে দেয়ার লক্ষ্যে এনসিসি ব্যাংক লিমিটেড বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাথে একটি চুক্তি সম্পাদন করেছে।

এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেশব্যাপী  ৩৮৩টি শাখা হতে গ্রাহকদের রেমিটেন্সের অর্থ প্রদান করতে পারবে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. রইছউল আলম মন্ডলের   উপস্থিতিতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, এসইভিপি,  হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি এবং রেমিটেন্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মো. মাহ্ফুজুর রহমান , রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম,  ঢাকা করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. লুৎফর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.