ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশে?

কখনও ক্যাচ মিস আবারও কখনও আম্পায়ারের সিদ্ধান্ত গিয়েছে বিপক্ষে। হতাশার শুরুর পর সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলার ও ফিল্ডাররা। ইয়াসির আলী রাব্বির দুর্দান্ত ক্যাচের সঙ্গে বদলি হিসেবে নামা নুরুল হাসান সোহানের থ্রোতে দারুণ এক রান আউট। তাতে দিনের পুরোটা সময় দাপট দেখিয়েছে বাংলাদেশ। তবে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে পথ হারায় সফরকারীরা। শেষ বিকেলে মাত্র ১১ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশের জন্য পঞ্চম দিনে অপেক্ষা করছে কঠিন দিন। ম্যাচ জিততে শেষ দিনে বাংলাদেশের চাই ২৬৩ রান। এদিকে দক্ষিণ আফ্রিকার চাওয়া সাত উইকেট।

ডারবানে জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইমন হার্মারকে উইকেট দিয়ে এসেছেন সাদমান ইসলাম। প্রথম ইনিংসে বোল্ড হলেও এদিন স্লিপে থাকা কেগান পিটারসেনকে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটার। নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া জয় এবার আউট হয়েছেন মাত্র ৪ রানে। ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়েছেন কেশভ মহারাজ। একই ওভার বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও সাজঘরে পাঠিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

আউট হতে পারতেন এলগারও। কিন্তু ইয়াসির আলী রাব্বি এবং নাজমুল হোসেন শান্ত মিলে দুটি ক্যাচ ছাড়েন। দুবার জীবন পাওয়ার পর হাফ সেঞ্চুরি তুলে নেন এলগার। ৭৩ বলে হাফ সেঞ্চুরি করা এলগারকে ফিরিয়ে অবশেষে উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল ভেতরে ঢোকার সময় ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এলগার।

বল প্যাডে লাগলেও আরও একবারও আউট দেননি আম্পায়ার। রিভিউ নিতে ভুল করেননি মুমিনুল। তাতে ৬৪ রানে ফেরেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। এলগারের বিদায়ের পর আউট হয়েছেন কেগান পিটারসেনও। মিরাজের গুড লেংথ বল ভালোভাবে খেলতে পারেননি এই উইকেট কিপার ব্যাটার। শর্ট লেগে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়।

৩৬ রান করা পিটারসেন ফেরার পর আউট হয়েছেন টেম্বা বাভুমাও। ডানহাতি এই ব্যাটারকে ফেরান এবাদত। স্লিপে দাঁড়িয়ে ইয়াসির দারুণ এক ক্যাচ নিলে ৪ রানে সাজঘরের পথে হাঁটেন বাভুমা। থিতু হতে পারেননি কাইল ভেরেইনেও। মিরাজের গুড লেংথের বলে রিভার্স ‍সুইপ করতে গিয়ে সিলি পয়েন্ট থাকা সাদমান ইসলামের হাতে ধরা পড়েন ডানহাতি এই ব্যাটার। আউট হয়েছেন মাত্র ৬ রানে।

চা বিরতি থেকে ফিরে উইয়ান মুল্ডারকে আউট করেছেন মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের বলে ইয়াসিরের হাতে ক্যাচ দিয়ে ১১ রান করে ফিরেছেন তিনি। এরপর বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামা নুরুল হাসান সোহানের দারুণ এক থ্রোতে রান আউট হয়েছেন সাইমন হার্মার। পরের ওভারে রান আউট হয়েছেন লিজাড উইলিয়ামস। সেই ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ডোয়াইন অলিভার। তাতে ২০৪ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.