মৃত্যুপুরীতে রুপ নিলো ইউক্রেনের বুচা শহর

রাশিয়ান বাহিনীর নৃশংস হত্যায় পড়ে রয়েছে বেসামরিক নাগরিকদের অসংখ্য মৃত দেহ। পড়ে আছে রাশিয়ার অগ্নিদগ্ধ ট্যাংক। এ যেন এক নারকীয় বর্বরতার প্রতিচ্ছবি।

এএফপির রিপোর্টাররা অন্তত ২০টির মত মরদেহ খুঁজে পায় বুচা শহরের কেবল একমুখি সড়কে। তারা ফটো সাংবাদিক ম্যাক্সিম লেভিনের মৃতদেহও খুঁজে পায় পাশের এক গ্রামে।

এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনের মৃত শরীর বাইসাইকেলে ঝুলে আছে। বাকিদের মধ্যে কেউ পিষ্ট হয়ে, আর কেউ বু্লেটবিদ্ধ হয়ে পড়ে আছে। একজনের মৃতদেহ পিছনে হাত বাঁধা অবস্থায় পড়ে আছে। তার সেই নিথরদেহের উপর খোলাবস্থায় পড়ে আছে ইউক্রেনিয়ান পাসপোর্ট।

বুচা শহরের নগরপিতা আনাটলি ফেডোরাক এএফপিকে জানিয়েছে, আরো ২৮০ টির মত মৃতদেহের গণকবর খোঁড়া হয়েছে শহরটিতে। এ-ই হল রাশিয়ার দখলদারির ফলাফল।

অর্থসূচক/এইচডি/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.