প্রাইম ইসলামী লাইফের পবিত্র  কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ‘পবিত্র কোরআন শিক্ষার উদ্দেশ্য ও পদ্ধতি’ শীর্ষক আলোচনা সভা ও মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষা  কোর্সের উদ্বোধন করা হয় । সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে এ  কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)। আলোচনায় অংশগ্রহণ করেন শরীয়াহ কাউন্সিলের সদস্য সচিব মির্জা ওয়ালি উল্লাহ, উত্তর বাড্ডা মুন্সি বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.