চতুর্থ দিনে প্রথম আঘাত হানলেন এবাদত

আগের দিনের বিনা উইকেটে ৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১০ উইকেট আর ৭৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করে প্রোটিয়ারা। এদিন সকালে দারুণ ব্যাটিং করেছে তাদের দুই ওপেনার। তবে দলীয় ৪৮ রানে সারেল এরওয়েকে ফিরেয়ে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাত হানলেন এবাদত হোসেন।

দিনের শুরতে যেখানে বোলারদের দাপট দেখানোর কথা সেখানে এবাদত-তাসকিন আহমেদদের সাবলীলভাবে খেলেছেন দুই ওপেনার। তবে উইকেটে কিছুটা বাড়তি সহায়তা মিলছে স্পিনে। মেহেদি হাসান মিরাজ ভালো বোলিং করেছেন। বেশ কয়েকবার ব্যাটারদের পরাস্তও করেছেন।

দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ৪১ রানে অপরাজিত আছেন ডিন এলগার। আর প্রোটিয়াদের লিড ১২৯ রানের।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.