দেশের আকাশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস শুরু হচ্ছে।
আহলান সাহলান, ইয়া শাহরু রামাজান। খোশ আমদেদ, মাহে রমজান।
আজ শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান সভাপতিত্ব করেন।
চাঁদ দেখা যাওয়ার কারণে আজ শনিবার রাতে এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।
এদিকে শুক্রবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ শনিবার সৌদি আরবসহ বিশ্বের অনেক দেশে রমজান মাস ও রোজা শুরু হয়েছে।