মানুষকে স্বস্তি দিতে স্বপ্ন’র ব্যতিক্রমী উদ্যোগ

রাজধানীতে ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে বসে অনেকের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়।
এসময় অস্বস্তিতে পড়ে যান অধিকাংশ মানুষ। জ্যামের অস্বস্তি কমাতে সুপারশপ স্বপ্ন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। স্বপ্নের উদ্যোগে মোটর বাইকে, গাড়িতে থাকা মানুষদের কিছুটা স্বস্তি ফেরাতে আটকে থাকা মানুষদের হাতে গোলাপ ফুল উপহার দিচ্ছে।

গত কয়েকদিন ধরে লাল রংয়ের টি-শার্ট, লাল ক্যাপ পরিহিত একদল তরুণ-তরুণী তাদের হাতে লাল গোলাপ ফুল, একটু পর পরই সিগন্যালে অপেক্ষায় থাকা মানুষদের হাতে তারা এই ফুল বিতরণ করছেন। যারা ফুল নিচ্ছেন তাঁরাও সাদরে তা গ্রহণ করছেন।

স্বপ্ন কর্তৃপক্ষ এই বিষয়ে জানান, ইট-পাথরের এই শহরে, বিবর্ণ এই নগরে ট্রাফিক জ্যামে স্বপ্নগুলো থমকে যায় অনেকের! তাই স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস।

অফিসে যাবার সময় এবং অফিস থেকে ফেরার সময় ঢাকা শহরের বিভিন্ন ট্রাফিক জ্যামের পয়েন্টে ছিল স্বপ্ন সুপারশপের দারুণ এই আয়োজন। তাঁদের এই উদ্যোগকে শুভ কামনা জানিয়েছেন অনেকে। সিগন্যালে দাঁড়ানো রহমান সাহেব প্রতিদিন বিজয় সরণির জ্যামে অনেকটা সময় অপেক্ষা করেন।

শুক্রবার সকালের জ্যামের মধ্যে গোলাপ ফুল হাতে পাবার পর তিনি জানান, ‘আমি প্রতিদিন এখানের জ্যামে বসে থাকি কমপক্ষে ৭-১০ মিনিট, কোনো সময় আরও বেশি । এ সময় বেশ অস্বস্তি লাগে। এমন সময় লাল গোলাপ হাতে পেয়ে বেশ ভালো লাগলো। সাথে জ্যামের এই সময়ে এক পলকে দেখে নিলাম রমজান নিয়ে সুপারশপ স্বপ্নতে কি কি অফার চলছে। স্বপ্ন’র এই উদ্যোগকে শুভ কামনা জানাচ্ছি।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.