লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষামূলক প্রতিষ্ঠান স্মার্টএকাডেমীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হয়েছে। দেশের তথ্য-প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান স্মার্ট একাডেমী।
শুক্রবার (০১ এপ্রিল) অনুষ্ঠানের উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম । এদিন মোট ৪১৪ জন নিবন্ধিত ব্যক্তি স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
দিনব্যাপী এই আয়োজনে স্মার্ট টেকনোলজির সঙ্গে আরও যোগ দেয় জাপানের শিল্পগোষ্ঠী সনি করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান সনি ও নিপ্রো জেএমআই মেডিকেল। এছাড়াও অংশীদার ছিল সন্ধানী বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট।
আয়োজিত স্বাস্থ্যসেবা কর্মসূচিতে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় সুবিধা দেওয়া হয়। এছাড়াও এদিন স্বাস্থ্যসেবা নিতে আসা ডায়াবেটিক রোগীরা সাশ্রয়ী দামে জাপানের নিপ্রো ব্র্যান্ডের অত্যাধুনিক গ্লুকোমিটার কিনতে পারেন।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করতে বেশি অর্থের প্রয়োজন নেই। শুধু দরকার মানুষকে সেবা করার প্রবল ইচ্ছা। আমি বিশ্বাস করি, আমাদের মতো সবাই যদি নিয়মিত নিজ নিজ এলাকায় এ ধরনের আয়োজন করেন, তাহলে দেশে ন্যূনতম স্বাস্থ্যসেবা অনেকখানি নিশ্চিত হবে। বিশেষ করে, সমাজের নিম্ন আয়ের মানুষ এবং বঞ্চিত শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে। স্মার্ট একাডেমীর এবারের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। তাই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে প্রতি মাসেই এই ধরনের বিনামূল্যের স্বাস্থ্য শিবির আয়োজন করতে যথাসাধ্য চেষ্টা করব।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.