প্রথম ঘন্টায় উইকেট শূন্য বাংলাদেশ

ডারবানে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক।

নির্ধারিত সময়ে টস হলেও খেলা শুরু হয় প্রায় ৩০ মিনিট পর। মূলত মাঠের সাইট স্ক্রিনের সমস্যার কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়েছে।

ডারবানে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে দক্ষিণ আফ্রিকা। উইকেটে হালকা ঘাস থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশি পেসাররা।

উল্টো ওয়ানোডে মেজাজে ব্যাট চালাচ্ছেন দুই প্রোটিয়া ওপেনার ডিন এলগার ও সারেল এরওয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে বিনা উইকেটে ৬০ রান তুলেছে স্বাগতিকরা।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.