ইমরানের সরকার থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল এমকিউএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান বা এমকিউএম-পি। খবর- পার্সটুডের

বুধবার দেশটির রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির কনভেনর খালিদ মকবুল সিদ্দিকি।

এই ঘোষণার মুহূর্তকে ‘ঐতিহাসিক’ দাবি করে তিনি বলেন, বিরোধী জোটে অংশগ্রহণের মাধ্যমে তারা সাধারণ মানুষের ইচ্ছা পূরণ করেছেন। দল বা ব্যক্তি স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়নি বলে দাবি করেন এই নেতা। বিরোধী জোটের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে।

পাকিস্তানের জাতীয় সংসদে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান বা এমকিউএম-পি’র মোট সাতজন আইনপ্রণেতা রয়েছেন। দলটি অনাস্থা ভোটে ইমরান খানের পক্ষে থাকবে না বলে আগেই জানিয়েছিল, আজ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হলো।

একটি সূত্র জানিয়েছে, বিরোধী জোট এমকিউএম-পি-এর সব দাবি মেনে নেয়ার নিশ্চয়তা দিয়েছে।

গত সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধী দলগুলো। প্রস্তাব পেশ হওয়ার পরই ৩১ মার্চ বিকেল চারটা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান। স্পিকার বলেছেন, আগামী শনি ও রোববার এ নিয়ে আবার অধিবেশন শুরু হবে।

পাকিস্তানের সংসদে আসন সংখ্যা ৩৪২। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সফল হতে হলে বিরোধীদের প্রয়োজন পড়বে ১৭২ ভোট।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.