ম্যাচ হারের পর জরিমানাও গুনলেন উইলিয়ামসন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে স্লো ওভার রেটিংয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে জরিমানা করা হয়েছে। ম্যাচ ফি থেকে ১২ লাখ রুপি কেটে নেয়া হচ্ছে তার।

২৯ মার্চের ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে পাত্তাই পায়নি সানরাইজার্স হায়দরাবাদ। সাঞ্জু স্যামসন-জস বাটলারদের ব্যাটিং তান্ডবে রীতিমতো উড়ে গেছে উইলিয়ামসনের দল। হায়দরাবাদকে ৬১ রানে হারায় রাজস্থান। ম্যাচ হারের পাশাপাশি জরিমানাও গুনতে হচ্ছে উইলিয়ামসনকে। যদিও আসরে এবারই প্রথম স্লো ওভার রেট হওয়ায় জরিমানা কিছুটা কম করা হয় উইলিয়ামসনকে।

এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা। এতে বলা হয়েছে, ‘এবারের আইপিএলে প্রথমবারের মতো কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত সময়ের মাঝে তারা খেলা শেষ করতে পারেনি। এ কারণে অধিনায়ক কেন উইলিয়ামসনকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’

ম্যাচটিতে ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ। স্কোরবোর্ডে ৩৭ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটার। বলার মতো স্কোর করতে পারেননি তাদের কেউই।

প্রথম ছয় ব্যাটারের মধ্যে দুই অঙ্কে পোঁছাতে পেরেছেন কেবল মাত্র এইডেন মার্করাম। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। এর মধ্যেই এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন মার্করাম। তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৭ রান। শেষদিকে ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেললেও জয়ের ধারে কাছেও যেতে পারেনি হায়দরাবাদ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে হায়দরাবাদ। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে সাঞ্জু স্যামসনের ৫৫ ও দেবদূত পাড়িকালের ৪১ রানের সুবাদে বিশাল লক্ষ্য দাঁড় করায় রাজস্থান।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.