ইসরাইলে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

ইসরাইলের বেনেই ব্র্যাক শহরে মটোরসাইকেল-আরোহী এক বন্দুকধারীর গুলিতে পাঁচ ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত ওই শহরে পাঁচ ইহুদিবাদীকে হত্যার পর ইসরাইলি পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী।

ম্যাগেন ডেভিড অ্যাডোম এমার্জেন্সি সার্ভিসের প্রধান এলি বিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি পাঁচ ইসরাইলির মৃত্যু নিশ্চিত করেছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, একটি কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি করে পাঁচ ইহুদিবাদীকে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, একটি গাড়ির চালকের পাশে সিটে বসে ছিল বন্দুকধারী। অটোমেটিক মেশিনগান থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সে গুলি চালাতে চালাতে এগোতে থাকে। ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীর বয়স ২৭ বছর। ফিলিস্তিনের উত্তরে ওয়েস্ট ব্যাঙ্কের বাসিন্দা সে। তবে ইসলামিক স্টেট বা ওই ধরনের কোনো গোষ্ঠীর সঙ্গে সে যুক্ত ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। কোনো গোষ্ঠী এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।

ইসরাইলি কর্তৃপক্ষ ‘বেনেই ব্র্যাক’ শহরের পাশাপাশি নিকটস্থ ‘রামাত গান’ অবৈধ বসতির অভিবাসীদেরকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

এর দু’দিন আগে ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাদেরা শহরে বন্দুকধারীরা দুই ইসরাইলিকে গুলি করে হত্যা করেছিল। মঙ্গলবারের ঘটনার পর জরুরি বৈঠক ডাকেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বুধবারও এ বিষয়ে জরুরি বৈঠক হওয়ার কথা পার্লামেন্টে। দেশটির প্রশাসন জানিয়েছে, শক্ত হাতে এই ধরনের হামলার জবাব দেওয়া হবে। নিরাপত্তা আরো শক্ত করা হবে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে বিরোধী নেতা বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, বহুদিনের মধ্যে এমন লাগাতার আক্রমণের মুখে পড়েনি ইসরায়েল। দেশের নাগরিকরা সন্ত্রস্ত। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

ফিলিস্তিনের প্রেসিডেন্টও এই হামলার তীব্র নিন্দা করেছেন। তবে হামাস আক্রমণকারীকে সমর্থন করেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ইসরায়েল যেভাবে আক্রমণ চালিয়েছে, এগুলি তারই জবাব। সূত্র: পার্সটুডে, ডিডাব্লিউ, রয়টার্স, এপি, এএফপি, বিবিসি

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.