বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। জেনারেল ইবরাহিমের ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি এখন সংকটাপন্ন অবস্থায় আছেন।
বুধবার (৩০ মার্চ) কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেনারেল ইবরাহিম মঙ্গলবার (২৯ মার্চ) সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সকাল আটটার দিকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তার ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। বুধবারই তার ব্রেইনে রিং পড়ানো হবে।
পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.