বিএসএলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেডের  ১১তম বার্ষিক সাধারণ সভা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব  শামীমা নার্গিস এর সভাপতিত্বে মঙ্গলবার (২৯ মার্চ )বিএসএল বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শেয়ার হোল্ডার প্রতিনিধি ও বিডিবিএল’র  ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও  কাজী আলমগীর উপস্থিত ছিলেন। কোম্পানির শেয়ার হোন্ডার ও পর্ষদ পরিচালক  মো. খোরশেদ হোসেন,  মো. রিফাত হাসান (ডিএমডি, বিডিবিএল), কোম্পানীর সিইও  মো. শফিকুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারি  মুহাম্মদ আয়ুব আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও ওয়েবিনার মাধ্যমে পর্ষদের পরিচালক অধ্যাপক ডঃ মো. হাসিবুর রশিদ, ভিসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও  কামরুল হক মারুফ, উপসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন।

উক্ত সাধারণ সভায় কোম্পানীর ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হিসাব অনুমোদিত হয়। কোম্পানির উক্ত সাধারণ সভায় ২০২১ সালে হোল্ডিং কোম্পানী বিডিবিএলকে নগদ ৪.০০ কোটি টাকা নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা অনুমোদন করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.